কয়েকদিন হল, সকাল আসতে খুব দেরি করছে।
যখন আসে, চুপ করে থাকে।
রাত আসে, যেতে চায় না।
কত কথা বলে।
বোধহয় ভালোবেসে ফেলেছে আমায়।
রাতের সঙ্গে আমার খুব মিল –
আমিই যে রাত।
বেশ কয়েক মাস সকাল আসছিল কাছে, তাড়াতাড়ি।
তারপর হঠাৎ কি যে হল ?
শুধু বলে, “ভালো থেকো, খুশি থেকো। তাহলেই আমি খুশি।”
সুখ আর সকাল বড়ই ক্ষণস্থায়ী।
সকাল কেন বোঝে না
যে তাকে ছাড়া রাত ভীষণ একা ?
সে না থাকলে রাত যে হারিয়ে যায়
রাতের অন্ধকারে।
সকাল ছাড়া রাত যে জানে না
কোথায় সে শুরু, কোথায় শেষ।