“জীবন” “মৃত্যু” অলঙ্কারে
জীবন ঘোরে ফেরে
বুঝেছিলে ঠিক বলে…
হাঁসি মুখে ঘুমিয়ে গেলে
পিছন নাহি ফিরে
চিরঘুমের কোলে।
শোকের ছায়া আসলো নেমে
শরীর ঢেকে ফুল যে রাশি রাশি
তুমি অনেক আগে শুনেছিলে
আনন্দেতে সেই বিষাদের বাঁশি।
সবার মুখে ঘনায় বিষাদ ছায়া
তোমার মুখে মৃত্যু জয়ের হাসি।
তবে কি তুমি, যাচ্ছ বলে কবি..?
“জীবন”, “মৃত্যু” দুইই ভালোবাসি!
শিখিয়ে গেলে…
ভালোবাসায়, কলম হাতে
কেমন যুদ্ধ করতে পারি
কেমন করে…
অস্ত্র বিনা, কলম হাতে
যুদ্ধ থাকে জারি…
“জীবন”, “মৃত্যু” অলঙ্কারে
জীবন মিষ্টি ভারি
কলম হাতে মৃত্যু জয়ে
অমর হতে পারি।
অমর হতে পারি…
অমর হতে পারি…।।