আমি হেমন্ত ঋতু
তুমি আকাশের মেঘমালা
দূর হতে ভালোবেসে যাই
বুকে নিয়ে বিরহ জ্বালা
মোর বিরহ অশ্রু ধারা
বাষ্প হয়ে ভাসে যে আকাশে
আমার ভালোবাসা বয়ে নিয়ে…
ঘুরে ফেরে তোমার পাশে পাশে
তারপর ঠিক
আমার ভালোবাসা
ছুঁয়ে ফেলে তোমাকে
তুমি ভাসো আরও উচ্ছ্বাসে
আসিতে আমার কাছে
মোর বিরহ বার্তা বুকে
আমি চাতকের মত
চাইনা বৃষ্টি, তোমা হতে
তোমার বিরহে আমি ক্ষীণ
করোনা বিদীর্ণ, বৃষ্টি আঘাতে
আমি হেমন্ত ঋতু
তুমি আকাশের মেঘমালা
তুমি আসিলে এসো
ভোরের কুয়াশাতে
ভালোবাসি….
শুধু ভালোবাসি তাই
সাজায়ে আমার ডালা
তোমার অপেক্ষাতে
আমি হেমন্ত ঋতু
তুমি আকাশের মেঘমালা
আমি চাই ভোরের কুয়াশাতে
তোমার প্রেমে শিশির সিক্ত হতে।।