বছরের শুরু, বছরের শেষ —
মিলেমিশে সবই একাকার ।
সংক্রান্তির শত আয়োজন,
চড়কের মেলা স্তব্ধ, বিজন;
চৈত্র শেষের বিকিকিনি রোধে
দোকানির ঘরে হাহাকার ।
মহামারী আজ করেছে সকল
প্রয়োজনাতীত চাহিদা বিকল —
যতটুকু চাই,ততটুকু পাই —
এটুকুই মানি আশিস তাঁহার!
সুস্থ শরীরে, ছোঁয়াচ বাঁচিয়ে,
বন্ধু, স্বজন, পরিজন নিয়ে
দিন কাটে যেন শান্তিতে, সুখে।
নতুন বছর যেন নিয়ে আসে আরোগ্য সুখসমাচার!