জীবন ক্লিষ্ট আজ মারণ ভাইরাসে
প্রকৃতি ক্লিষ্ট হয়েছে ভোগের গ্রাসে
কত ভাবনা খুঁজিছে পথ মৃত্যু ত্রাসে
ভাবিনি কখনো জীবনে কি আসল প্রয়োজন
ভোগের মত্তে করেছি শুধু বিফল আয়োজন
পুঁজি শুধু ভেবেছে মুনাফা করেছে উৎপাদন
জগৎ জুড়ে রচনা করেছি ভোগের অর্থনীতি
অসাম্যের কান্না ঢেকেছে কত ভোগবাদ গীতি
হঠাৎ স্তব্ধ মৃত্যু মিছিলে ভোগবাদ রীতিনীতি
অনেক ভ্রান্ত ধারণা,সূত্র মতবাদ
মুছে যাবে আজ
জীবন বাঁচিবে জীব বৈচিত্র্য মাঝে
সাজায়ে নব সাজ
নুতন সূত্রে গাঁথা হবে আজ বিশ্ব অর্থনীতি
সেই সূত্রে মুছে যাবে ঠিক শোষণ সন্ত্রাস ভীতি
ভোগের লালসা হবে না আর জীবন উদযাপন
সবার হাসিতে হাসিবে জীবন মুছিবে ক্রন্দন
সেবাই হবে অর্থনীতির মুনাফা মূলধন
সেবাই হবে মানুষের নুতন জীবনদর্শন
ঈশ্বর জীবের অন্তরে করে বাস
মানুষ পাইবে ফিরে সেই বিশ্বাস
মানুষ গাহিবে……
এসো না “ভালোবেসে” হৃদয় জুড়ি
এসো না “সেবা” দিয়ে আপন করি।
ঘৃণা বিদ্বেষে কেন থাকি দূরে
বাহিরে খুঁজে মরি, কবর খুঁড়ি!
“প্রেম” বহে নিয়ে চলে জীবন তরী।
এসো না সেই প্রেমে হৃদয় ভরি।
যে প্রেমে ভরিলে হৃদয়
কাহাকেও নাহি ডরি।।