যদিও দু’চোখের পাতায় সন্ধ্যা নেমে আসে
তবুও সে চোখে… অস্তাচলের দিনমনি ভাসে
যখন চোখের পাতায় নামে ঘুম
চোখের মাঝে নয়নমনি নিঝুম।
নিদ্রিত নয়নে নয়নমনি
যেমন চোখের মাঝে অশ্রু বাষ্পে ভাসে
নেভেনা কখনো তার জ্যোতি
নয়ন মেলিলে আবার আলো ফিরে আসে।
আজি প্রকৃতির…
চোখের পাতায় যখন নামিল ঘুম
দেখি মেঘের বাষ্পে সূর্য নিঝুম।
মুদ্রিত নয়ন মাঝে জ্যোতি রয় জ্বলে
ফিরে আসে আলো আবার সকাল হলে।।
প্রকৃতির…..
চোখের পাতায় নামিল ঘুম
তবুও তার জেগে রয় আঁখি
বৈশাখী বিকালে অস্তাচলে
আমি তার চোখে চোখ রাখি।