ভোরের কুয়াশা

ভোরের কুয়াশা

আমি হেমন্ত ঋতু তুমি আকাশের মেঘমালা দূর হতে ভালোবেসে যাই বুকে নিয়ে বিরহ জ্বালা   মোর বিরহ অশ্রু ধারা বাষ্প হয়ে ভাসে যে আকাশে আমার ভালোবাসা বয়ে নিয়ে… ঘুরে ফেরে তোমার পাশে পাশে   তারপর ঠিক আমার ভালোবাসা ছুঁয়ে ফেলে তোমাকে   তুমি ভাসো আরও উচ্ছ্বাসে...
প্রকৃতির আঁখি

প্রকৃতির আঁখি

যদিও দু’চোখের পাতায় সন্ধ্যা নেমে আসে তবুও সে চোখে… অস্তাচলের দিনমনি ভাসে   যখন চোখের পাতায় নামে ঘুম চোখের মাঝে নয়নমনি নিঝুম।   নিদ্রিত নয়নে নয়নমনি  যেমন চোখের মাঝে অশ্রু বাষ্পে ভাসে নেভেনা কখনো তার জ্যোতি নয়ন মেলিলে আবার আলো ফিরে আসে।...
রুদ্ধ জীবন ভাবনা এখন

রুদ্ধ জীবন ভাবনা এখন

জীবন ক্লিষ্ট আজ মারণ ভাইরাসে প্রকৃতি ক্লিষ্ট হয়েছে ভোগের গ্রাসে কত ভাবনা খুঁজিছে পথ মৃত্যু ত্রাসে ভাবিনি কখনো জীবনে কি আসল প্রয়োজন ভোগের মত্তে করেছি শুধু বিফল আয়োজন পুঁজি শুধু ভেবেছে মুনাফা করেছে উৎপাদন জগৎ জুড়ে রচনা করেছি ভোগের অর্থনীতি অসাম্যের কান্না ঢেকেছে কত...